আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করা অথবা প্রিয়জনের বিয়ে অথবা অন্য কোন অনুষ্ঠানে কোরআন হতে পারে শ্রেষ্ঠ উপহার। এই উপহার আপনার জন্য সতকায়ে জারিয়া হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত, যা আপনার মৃতুরপরও চলমান থাকবে।
✔ প্রতিটি আয়াতের নিচে বাংলা উচ্চারণ ও সরল অনুবাদ আছে।
✔ ফোর কালার তাজবিদ কালারকোড এবং তাজবিদের নিয়মাবলি উল্লেখ করা আছে।
✔ বড় অক্ষর বলে যেকোনো বয়সের মানুষই ভালো ভাবে দেখতে পারবেন,ইন-শা-আল্লাহ্❤